ধনী মানুষরা এভাবেই টাকাকে কাজ করায়, মানুষকে নয়
এই কথাটা তাদের জন্য, যারা এখনো ভাবে টাকা শুধু কষ্ট করলেই আসে।
FINANCE
Krishna Ghosh
1/5/20261 min read


ধনী মানুষরা এভাবেই টাকাকে কাজ করায়, মানুষকে নয়
ধনী মানুষরা শুধু বেশি আয় করে না, তারা টাকা দিয়ে এমন সম্পদ তৈরি করে যা নিয়মিত তাদের জন্য আয় এনে দেয়। চাকরি বা ব্যবসার আয়ের পাশাপাশি তারা রিয়েল এস্টেট, শেয়ার বা ব্যবসার মতো অ্যাসেটে বিনিয়োগ করে।
২) তারা ঋণকে ভয় পায় না, তবে বেপরোয়া ব্যবহারও করে না। বুদ্ধিমানের মতো ঋণ ব্যবহার করে তারা এমন সম্পদ কেনে যেগুলো নিজের খরচ নিজেই তুলে দেয় এবং ভবিষ্যতে লাভ দেয়।
৩) ধনী মানুষরা একটাই আয়ের ওপর নির্ভর করে না। একাধিক আয়ের উৎস তৈরি করে তারা নিজেদের আর্থিক ভবিষ্যৎকে নিরাপদ রাখে।
৪) তারা লিগ্যাল উপায়ে ট্যাক্স কমানোর কৌশল জানে। সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে আয়ের বড় অংশ নিজেদের কাছে রেখে আবার সেটাকেই বিনিয়োগ করে।
৫) তারা সময় বিক্রি করে টাকা বানায় না। তারা মালিকানা গড়ে তোলে—ব্যবসা, শেয়ার, প্রপার্টির মালিক হয়ে এমন আয় তৈরি করে যা ঘুমের মধ্যেও বাড়ে।